Lok Sabha 2024 | ৭ দফায় দেশের ৫৪৩টি কেন্দ্রে শেষ ২০২৪ এর লোকসভার ভোটগ্রহণ! কোথায় এগিয়ে কে? কী আভাস দিচ্ছে এক্সিট পোল?

Saturday, June 1 2024, 4:04 pm
highlightKey Highlights

২০২৪ এর লোকসভা ভোটগ্রহণ শেষের পর শুরু ভোটগণনা। তবে গণনার আগে ফলাফলের আভাস পাওয়া যায় বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বা এক্সিট পোল থেকে। ভোট শতাংশের হিসাবে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ৪২.৫ শতাংশ তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট।


১ লা জুন শেষ হলো ২০২৪ এর লোকসভা (2024 lok sabha) নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ৭ দফায় দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ আমজনতার। এবার পালা ভোটগণনার। তবে গণনার আগে ফলাফলের আভাস পাওয়া যায় বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বা এক্সিট পোল (exit poll) থেকে। ভোট শতাংশের হিসাবে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ৪২.৫ শতাংশ তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট। 

 সি-ভোটারের সমীক্ষায় লোকসভা ২০২৪(Lok Sabha 2024) ভোটে বাংলায় যে ফলাফলের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে তা শাসকদলের ঘুম উড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। তবে এই ফলাফলের সঙ্গে বাস্তবের মিল নাও হতে পারে। সেক্ষেত্রে এবার ঠিক কী হতে পারে তা নিয়ে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সি-ভোটারের সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন, বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। আর  বাম-কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন। ডি-ডায়নামিক্স-এর বুথফেরত সমীক্ষায় ২০২৪ এর লোকসভা (2024 lok sabha) তে এনডিএ পেতে পারে ৩৬২-৩৯২টি আসন। I.N.D.I.A পেতে পারে ১৪১-১৬১ আসন, অন্যরা পেতে পারে ১০-২০ আসন। নিউজ নেশনের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৪২-৩৭৮টি আসন। I.N.D.I.A পেতে পারে ১৫৩-১৬৯ আসন, অন্যরা পেতে পারে ২১-২৩ আসন

ভোট শতাংশের হিসাবে দেখা যাচ্ছে- বিজেপি পেতে পারে ৪২.৫ শতাংশ,তৃণমূল ৪১.৫ শতাংশ, বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট। ম্যাট্রিজের এক্সিট পোলের হিসাব বলছে বিজেপি পেতে পারে ২১-২৫টি আসন, তৃণমূল পেতে পারে ১৬-২০টি আসন এবং লোকসভা ২০২৪(Lok Sabha 2024)-তে বাকিরা পেতে পারে০- ১টি আসন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৯ সালে বিজেপি এই বাংলা থেকে পেয়েছিল ১৮টি আসন। একাধিক এক্সিট পোলের হিসাব বলছে সেই আসন এবার ছাপিয়ে যেতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালে বাংলায় বিধানসভা ভোট। তার আগে বিজেপি যদি বাংলায় লোকসভা আসন বাড়িয়ে নিতে পারে তবে নিঃসন্দেহে বিরাট চাপ পড়তে পারে তৃণমূলের ওপর। রাজনীতির হাওয়া কোনদিকে বইবে সেটির আসল ভাগ্য নির্ধারণ হবে ৪ জুন।

এক্সিট পোল কী?

বুথ ফেরত সমীক্ষা-ই হচ্ছে এক্সিট পোল (exit poll)। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আসলে এক ধরনের ওপিনিয়ন পোল। ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানতে চাওয়া হয় বুথ ফেরত সমীক্ষায়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর ঠিক পর মুহূর্তেই ভোটারদের থেকে এই মতামত জানতে চাওয়া হয়। আর সেই মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয় এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File