CAG report | আবগারি দুর্নীতিতে এবার নাম উঠলো দেবেন্দ্র ফড়ণবিসের মহারাষ্ট্রের, প্রকাশ্যে ১০০ কোটির কারচুপি

Saturday, July 19 2025, 4:18 pm
highlightKey Highlights

‘সিএজি’র রিপোর্টে প্রকাশ্যে এসেছে মদের লাইসেন্স পুনর্নবীকরণ-সহ একাধিক ক্ষেত্রে কারচুপির জেরে সরকারের ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।


সম্প্রতি মহারাষ্ট্রে প্রশাসনের একাধিক ক্ষেত্রে কারচুপির রিপোর্ট প্রকাশ্যে এনেছে ‘সিএজি’। রিপোর্টে দেখা যাচ্ছে, মদের লাইসেন্স পুনর্নবীকরণে ফির ভুল মূল্যায়নের জেরে ২০.১৫ কোটি টাকা, রাজস্ব ও সুদ বাবদ আরও ৭০.২২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও সুপারভিশন ফি লাগু করায় ব্যর্থতার কারণে ১.২০ কোটি, বহুপণ্য ও ব্র্যান্ডের উৎপাদন খরচ অবমূল্যায়নের জেরে আবগারি শুল্কে ৩৮.৩৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি সহ সরকারের মোট ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। অভিযোগ,দেবেন্দ্র ফড়ণবিসের রাজ্যে চলছে বিরাট দুর্নীতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File