আন্তর্জাতিকমার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান হলেন এভ্রিল হেইনস।
জো বাইডেনের ক্যাবিনেটে মহিলা উপরাষ্ট্রপতির পর এবার প্রথম মহিলা গোয়েন্দা প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। এর আগে বারাক ওবামার আমলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনি দিকগুলি দেখভালের দায়িত্বে ছিলেন সিআইএ-র প্রাক্তন ডেপুটি ডিরেক্টর এভ্রিল হাইনস। এখন জো বাইডেনের ক্যাবিনেটে তিনিই হতে চলেছেন আমেরিকার প্রথম জাতীয় গোয়েন্দা প্রধান। সোমবার হাইনস সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট ইলেক্ট টিম। সাম্ভাব্য তালিকায় বিদেশ সচিব হিসেবে নাম রয়েছে অ্যান্টনি ব্লিনকেন-এর। ওবামার আমলে বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনি। আভ্যন্তরীণ নিরাপত্তা সচিব হতে চলেছেন আলেসান্দ্রো মায়োরকাস। জাক সুলেভান হতে চলেছেন পরবর্তী নিরাপত্তা উপদেষ্টা। এছাড়া রাষ্ট্রপুঞ্জে আমেরিকান দূত হতে চলেছেন লিন্ডা টমাস গ্রিনফিল্ড।