Panagarh Case | ইভটিজিংই মৃত্যুর কারণ, থানায় নতুন করে অভিযোগ দায়ের সুতন্দ্রার মায়ের

Saturday, March 1 2025, 5:31 pm
highlightKey Highlights

ইভটিজিংই হয়েছিল, নতুন করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।


গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনার পর সুতন্দ্রার গাড়ির সঙ্গীরা দাবি করে যে ইভটিজিং হয়েছিল। তাঁদের গাড়িতে ধাক্কা মেরেছিলো অভিযুক্ত বাবলু যাদব। ধাওয়া করা হচ্ছিলো তাঁদের। প্রথম দিনে কাঁকসা থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছি তার ভিত্তিতে তদন্ত করছিলো কাঁকসা থানার পুলিশ। এদিন চন্দননগর থানাতে আরও একটি অভিযোগ দায়ের করলেন সুতন্দ্রার মা। এদিন তিনি ইভটিজিংয়ের অভিযোগ তুলে থানায় ডায়েরি করলেন। মেয়ের মৃত্যুর জন্য দুটি গাড়ির সব যাত্রীকে দায়ী করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File