বিনোদন

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা ওয়েব সিরিজের শিরোপা পেল ‘পাতাললোক’।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা ওয়েব সিরিজের শিরোপা পেল ‘পাতাললোক’।
Key Highlights

করোনা কালে ঘরবন্দি সাধারণ মানুষকে খানিকটা চাপমুক্ত করেছে ওয়েব সিরিজ। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে ঘটল তারই প্রতিফলন। নিজেদের ঝুলিতে পাঁচটি বিভাগে পুরস্কার সংগ্রহ করেছে ‘পাতাললোক’, চারটি বিভাগে পুরস্কার নিজেদের দখলে রেখেছে ‘পঞ্চায়েত’। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের সেরা ওয়েব সিরিজ বিভাগে নির্বাচিত হয়েছে ‘পাতাললোক’। সেরা পরিচালকের শিরোপা ছিনিয়ে নিয়েছেন ‘পাতাললোক’-এর অবিনাশ অরুণ এবং প্রসিত রায়। সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন জয়দীপ আলাওয়াত। বেস্ট অরিজিনাল স্টোরিস সিরিজ বিভাগে পুরস্কৃত ‘পাতাললোক’-এর সুদীপ শর্মা, সাগর হাভেলি, হার্দিক মেহেতা এবং গুঞ্জিত চোপড়া। এছাড়াও একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ ও আরো অন্যান্য ওয়েব সিরিজ।