সেলিব্রিটি

আগামী বছরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছে বলিউডের সেলেব জুটি রণবীর-আলিয়া।

আগামী বছরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছে বলিউডের সেলেব জুটি রণবীর-আলিয়া।
Key Highlights

করোনা না হলে এ বছরেই হয়তো গাঁটছড়া বাঁধতেন রণবীর কাপূর ও আলিয়া ভট্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে ‘আমার গার্লফ্রেন্ড’ বলে উল্লেখ করেন রণবীর। তাঁর কথায়, ‘‘আমার গার্লফ্রেন্ড আলিয়া লকডাউনে অনেক কিছু শিখেছে। গিটার ক্লাস থেকে শুরু করে স্ক্রিনরাইটিং... আরও কত ক্লাস করেছে। আলিয়া ওভারঅ্যাচিভার, ওর পাশে নিজেকে আন্ডারঅ্যাচিভার মনে হয়।’’ এর পরে তাঁদের বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন, ‘‘অতিমারি না হলে এ বছরেই তা সারা হয়ে যেত। কিন্তু এখনই এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমার জীবনের লক্ষ্যগুলোর মধ্যে এটিতে খুব তাড়াতাড়ি টিকচিহ্ন দিতে চাই।’’