Banke Bihari Temple | মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স বা রাতপোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে! নির্দেশ জারি বাঁকে বিহারী মন্দিরের

Sunday, December 22 2024, 8:25 am
Banke Bihari Temple | মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স বা রাতপোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে! নির্দেশ জারি বাঁকে বিহারী মন্দিরের
highlightKey Highlights

বৃন্দাবনের বিহারী মন্দিরে পোশাকবিধি কঠোর; মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স প্রবেশে নিষিদ্ধ।


মিনি স্কার্ট, ছেঁড়া জিনস, রাত পোশাকের মতো 'অভদ্র' পোশাক পরে যাওয়া যাবে না মন্দিরে! ভক্তদের ‘ভদ্র’ পোশাক পরে আসার নির্দেশ দিলো বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ। এই মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স, হাফ প্যান্ট বা রাতপোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়।” মন্দির কর্তৃপক্ষ বলছে, ইদানিং দেখা যাচ্ছে ভক্তরা যে কোনও পোশাক পরে মন্দিরে চলে আসছেন। বিশেষ করে ভিনরাজ্যের দর্শণার্থীদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File