Dawid Malan । আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান
Wednesday, August 28 2024, 2:21 pm
Key Highlights
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্যাটার ডেভিড মালান। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে মাঠে নামবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্যাটার ডেভিড মালান। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে মাঠে নামবেন। খেলবেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও। ডেভিড মালান ইংল্যান্ডের সেই দু'জন ক্রিকেটারের মধ্যে একজন, তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই যাঁর সেঞ্চুরি রয়েছে। ২০১৭ সালের ২৬ জুন কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় মালানের। তিনি শেষবার টেস্ট ক্রিকেটে মাঠে নামেন ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষবার ওয়ান ডে খেলেন ২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে।