Digital Arrest | ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার! খোয়ালেন ১১.৮ কোটি টাকা
Tuesday, December 24 2024, 4:09 am
Key Highlightsতাঁকে হুমকি দেওয়া হয়েছিল যে, তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি সিম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সেখানে আর্থিক তছরুপ করা হয়েছে।
ফের ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার শিকার। জানা গিয়েছে, ১১ নভেম্বর ৩৯ বছরের এক ইঞ্জিনিয়ারের কাছে পুলিশ সেজে ফোন করেছিল প্রতারকরা। তাঁকে হুমকি দেওয়া হয়েছিল যে, তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি সিম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সেখানে আর্থিক তছরুপ করা হয়েছে। এরপর ওই ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়ে বলা হয়, ভার্চুয়াল তদন্তে সাহায্য না করলে জেলে ভরে দেওয়া হবে। পাশাপাশি একাধিক নিয়মের কথা বলে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা চাওয়া হয়। ভয় পেয়ে একাধিক ভাগে মোট ১১.৮ কোটি টাকা পাঠিয়ে দেন ওই ইঞ্জিনিয়ার।

