EMU Local | শিয়ালদহ স্টেশনের ৩টি প্লাটফর্ম থেকে চালু হবে ১২ কোচের EMU লোকাল!
রেল যাত্রীদের জন্য বড় খবর!যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনের ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে চালু হতে চলছে ১২ কোচের EMU লোকাল। রেল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যে ৩, ৪ নম্বর প্লাটফর্ম সম্পসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুটি প্লাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ছাড়বে বলে জানা গিয়েছে।
রেল যাত্রীদের জন্য বড় খবর!যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনের ১,২,৫ নম্বর প্লাটফর্ম থেকে চালু হতে চলছে ১২ কোচের EMU লোকাল। রেল সূত্রে খবর, কয়েকদিনের মধ্যে ৩, ৪ নম্বর প্লাটফর্ম সম্পসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুটি প্লাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ছাড়বে বলে জানা গিয়েছে।
এই ১২ কোচের ট্রেন হওয়ার ফলে একটি ট্রেনে যত সংখ্যক যাত্রীকে নিয়ে যাওয়া হতো তার চেয়ে অনেক বেশি যাত্রী সাছন্দে যাতায়াত করতে পারবে। ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ট্রেন চলার ফলে প্রতি ট্রেনে প্রায় ১০০০ জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবে । এছাড়াও, ৯ কোচের ট্রেনের থেকে ১২ কোচের ট্রেনে সিট সংখ্যা ২৫ % বেশি হওয়ায় যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে।
প্রসঙ্গত, শিয়ালদহ ডিভিশনে প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে প্রতিদিন। কিন্তু প্লাটফর্মে দৈর্ঘ্য কম থাকার জন্য শিয়ালদহ স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম পর্যন্ত ১২ কোচের ট্রেন চালানো যেত না। এছাড়া পূর্বে ৬ এবং ৭ নম্বর প্লাটফর্ম থেকে ১২ কোচ এর এমু লোকাল চলত বলেই যাত্রীরা বিভিন্ন ভাবে অসন্তোষ প্রকাশ করতেন। তাই পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রী স্বাছন্দ্যের কথা মাথায় রেখেই ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের সম্পসারণ করেছে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- লোকাল ট্রেন
- ট্রেন
- শিয়ালদহ স্টেশন