Elon Musk । সম্পূর্ণ দৃষ্টিহীনদের আলো দেখাবে ইলন মাস্কের বিশেষ যন্ত্র, নিউরোলিঙ্কের ব্লাইন্ডসাইট ডিভাইস ফেরাবে দৃষ্টি
এলন মাস্কের নিউরোলিঙ্ক অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করে।
প্রযুক্তির দিক থেকে ক্রমশ উন্নত হচ্ছে সমাজ। এবার সেই প্রযুক্তি সম্পূর্ণ দৃষ্টিহীনদের দেবে দৃষ্টিশক্তি। ইলন মাস্কের সংস্থার দাবি, কার্যতই অসাধ্য সাধন করতে পারবে তাদের তৈরি ‘ব্লাইন্ডসাইট’। এই নিউরোলিঙ্ক যন্ত্র ফেরাবে দৃষ্টি। সম্প্রতি মার্কিন খাদ্য ও ওষুধ সংক্রান্ত প্রশাসন ‘ক্লিয়ারেন্স’ দিয়েছে ব্লাইন্ডসাইটকে।মাস্ক সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘নিউরোলিঙ্কের ব্লাইন্ডসাইট ডিভাইস এমন মানুষেরও দৃষ্টিশক্তি ফেরাবে যাঁরা দুই চোখ এবং অপটিক নার্ভ সবই হারিয়েছেন। এমনকী জন্মান্ধদেরও যদি ভিশুয়াল কর্টেক্স ঠিক থাকে তাহলে তাঁদেরও দৃষ্টি ফেরাবে এই যন্ত্র।’
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- ইলন মাস্ক
- অন্যান্য