Elephant Death | বুনো ফল ভেবে বোমা গিলে ফেলে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, গ্রেপ্তার কৃষক
Wednesday, January 14 2026, 5:57 am

Key Highlightsজঙ্গলের মধ্যে টহল দেওয়ার সময়ে ওই হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন বনদপ্তরের আধিকারিকরা।
তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে জঙ্গলের মধ্যে টহল দেওয়ার সময়ে একটি হস্তিশাবকের দেহ উদ্ধার করেছেন বনদপ্তরের আধিকারিকরা। প্রাথমিক অনুমান, খেতের ফসল নষ্ট হওয়া রুখতে এবং হাতির পালকে তাড়ানোর জন্য তাদের চলাচলের পথে বোমা রাখা হয়েছিল। বুনো ফল ভেবে বোমা গিলে ফেলে দুর্ঘটনার শিকার হয় হাতিটি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছিলেন বনদপ্তরের আধিকারিকরা। চিকিৎসক জানান, বোমা ফেটে যাওয়ার কারণেই ওই হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কালিমুথু (৪৩) নামে স্থানীয় এক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।


