খেলাধুলা

Wimbledon 2022: উইম্বলডন ২০২২ জিতে জবাব দিলেন রাশিয়ান' রাইবাকিনা

Wimbledon 2022: উইম্বলডন ২০২২ জিতে জবাব দিলেন রাশিয়ান' রাইবাকিনা
Key Highlights

প্রথমবার মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ান কন্যা ইলিনা রাইবাকিনার। প্রেস মিটে এসে রীতিমতো কেঁদে ভাসালেন রাশিয়া ফেরত ২২ বছরের কাজাখস্তানের এই তারকা।

জীবনে প্রথমবার উইম্বলডন (Wimbledon 2022) জয়। কিন্তু শনিবার মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েও বিন্দুমাত্র উচ্ছ্বাস করতে দেখা যায়নি রাশিয়ান কন্যা ইলিনা রাইবাকিনাকে। ম্যাচের পরে প্রেস মিটে এসে তা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে রীতিমতো কেঁদে ভাসালেন ২২ বছরের কাজাখস্তানের এই তারকা। প্রেস মিটে তিনি কাঁদলেন তাঁর বাবা-মার কথা ওঠায়।

চ্যাম্পিয়ন হওয়ার পরে অনেক আবেগ মাথায় ভিড় করছিল। তাই কোর্টে ইন্টারভিউ দেওয়ার সময়ই মনে হচ্ছিল আমি কেঁদে ফেলব। কিন্তু কোনওভাবে তা সংবরণ করে ড্রেসিংরুমে গিয়ে আমি একা কিছুক্ষণ কেঁদেছি।

ইলিনা রাইবাকিনা

ক্রীড়া বা বিশেষজ্ঞদের মতে, চার বছর আগে ইলিনা যদি সিদ্ধান্তটা না নিতেন, তা হলে এ বারের উইম্বলডনে খেলাই হত না তাঁর। ৬ ফুট উচ্চতার রাইবাকিনা তাঁর শৈশবে স্কেটিং ও জিমন্যাস্টিক্সে ঝুঁকলেও পরে টেনিসে আসেন। মাত্র ১৯ বছর বয়সে নেওয়া সিদ্ধান্তের দাম অবশেষে পেলেন এলেনা রিবাকিনা। তাই সাংবাদিক বৈঠকে যখন রাশিয়া নিয়ে প্রশ্নটা উঠল, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। ঝরঝর করে কেঁদে ফেললেন। সবে উইম্বলডন জিতেছেন। ট্রফি তোলার পিছনে জড়িয়ে রয়েছে অনেক আত্মত্যাগ, অনেক পরিশ্রম, অনেক কষ্ট।

প্রসঙ্গত, ১৯৯৯-এর ১৭ জুন রাশিয়ার মস্কোতে জন্ম রিবাকিনার। দিদির সঙ্গে খুব ছোটবেলাতেই খেলাধুলো করতে শুরু করেন। প্রথম দিকে জিমন্যাস্টিক্স এবং আইস স্কেটিংয়ে মন দিয়েছিলেন। তবে উচ্চতা বেশি হওয়ার কারণে সমস্যা হচ্ছিল দু’টি খেলার ক্ষেত্রেই। তখন বাবার পরামর্শেই ছ’বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেন। চার বছর আগে পর্যন্ত রাশিয়াই ছিল রিবাকিনার দেশ। রাশিয়াতেই জন্ম, সেখানেই টেনিস শুরু। যখন সবে উঠতি খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা পেতে শুরু করেছিলেন, তখন রাশিয়া সরকার তাঁকে ফিরিয়ে দিয়েছিল খালি হাতে। বাধ্য হয়ে ২০১৮ থেকে রাশিয়ার বদলে কাজাখস্তানের হয়ে খেলতে শুরু করেন।


Weather WB | ডিসেম্বরেও পড়বে না জাঁকিয়ে শীত, বছর শেষেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস!
R G Kar Case | আরজি কর দুর্নীতি মামলায় ঘুরলো মোড়, CBI-এর চার্জশিটে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানানো আখতারের নাম!
LPG Price | সস্তা হলো এলপিজি সিলিন্ডার! কত পড়বে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম?
Lionel Messi | পুসকাসকে টপকে বিশ্বরেকর্ড মেসির, চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার MLS কাপে জায়গা পেল মায়ামি!
Cyclone Ditwah | শ্রীলঙ্কাকে তছনছ করে ভারতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহা! জারি লাল সতর্কতা!
Khidirpur | খিদিরপুর ডকে নোঙর করল সেই দুই যুদ্ধজাহাজ, ‘খঞ্জর’ এবং ‘কোরা’ কে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ
World Hypertension Day | নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ, জানুন হাইপারটেনশন হলে কী করবেন কী করবেন না!