Election Commission | রাজ্যের পাঠানো তালিকা না-পসন্দ, রাজ্য বনাম নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে!
Thursday, August 7 2025, 4:17 am
Key Highlightsবুধবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই তালিকা পছন্দ নয়। নতুন তালিকা বানিয়ে পাঠাতে হবে কমিশনে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে তিনটি পদের জন্য নাম চাওয়া হয়েছিল। নির্দেশমতো তালিকা পাঠিয়েছিল রাজ্য। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (অ্যাডিশনাল সিইও) হিসেবে বিশেষ সচিব সুদীপ মিত্র, বিধাননগর পুরসভার বিশেষ সচিব সুজয় সরকার ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের অতিরিক্ত সচিব সুদীপ সরকারের নাম পাঠানো হয়। তালিকা না পসন্দ হয়েছে কমিশনের। আর তা নিয়েই রাজ্য বনাম নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। বুধবারই ঝাড়গ্রামের সভা থেকে কমিশনক কড়া ভাষায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

