Election Commission | ভোটকর্মীদের এক ছাদের নীচে আনতে বিশেষ পোর্টাল চালু করলো নির্বাচন কমিশন!
Saturday, September 20 2025, 1:47 pm

রাজ্যের প্রায় ৩২ হাজার ভোটকর্মীকে এক ছাতার তলায় আনতে বৃহস্পতিবার চালু হল বিশেষ পোর্টাল।
বিধানসভা ভোটের আগে নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। রাজ্যের প্রায় ৩২ হাজার ভোটকর্মীর তথ্যকে এক জায়গায় আনতে বৃহস্পতিবার চালু হল বিশেষ পোর্টাল। এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস হল emms.wb.gov.in। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণ, মক টেস্ট, নিয়োগপত্র ডাউনলোড, এমনকি নির্বাচনের অভিজ্ঞতা পর্যবেক্ষণও সম্ভব হবে। পোর্টালে লগ ইন করে সমস্ত ভোটকর্মী নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে নথি বা তথ্যসংক্রান্ত জটিলতা কমবে। ২০২৬ ভোটের প্রশাসনিক কাজও হবে দ্রুত ও স্বচ্ছভাবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- ইলেকট্রনিক ভোটিং মেশিন
- ভোট প্রচার
- জাতীয় ভোটার দিবস
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- পশ্চিমবঙ্গ