Election Commission | নবান্ন বনাম নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে, রাজ্যের কাছে অফিসার বরখাস্তের হিসাব চাইল কমিশন

Friday, August 8 2025, 4:16 pm
highlightKey Highlights

চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য মুখ্যসচিবকে কমিশন সুপারিশ করেছিল। বরখাস্ত এবং এফআইআরের নির্দেশ দিয়েছিল।


নবান্নের সঙ্গে সরাসরি সংঘাতে নামলো নির্বাচন কমিশন। চার অফিসারকে এখনও কেন সাসপেন্ড করা হয়নি, রাজ্যের কাছে তা নিয়ে কৈফিয়ত চাইলো কমিশন। সোমবার তিনটের মধ্যে এই নিয়ে উত্তর দিতে মুখ্যসচিব মনোজ পন্থকে বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে গত ৫ অগস্ট রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ পাঠায় কমিশন। তাঁরা হলেন বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী এবং এখানকার AERO তথাগত মণ্ডল আর ময়নার ERO বিপ্লব সরকার এবং এই বিধানসভা কেন্দ্রের AERO সুদীপ্ত দাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File