শিক্ষক-শিক্ষিকারা করোনায় আক্রান্ত; অনলাইন ক্লাসের পাশাপাশি সেমেস্টার পরীক্ষা নিয়েও সমস্যা
করোনা আবহকালীন শিক্ষক-শিক্ষিকারা করোনা আক্রান্ত হওয়ায় তার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর।
অনলাইন শিক্ষা ব্যবস্থায় অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে মানুষের সামগ্রিক আর্থিক অসঙ্গতির সঙ্গে খুব বড় ধাক্কা খেয়েছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা। মারণ করোনা ভাইরাসের কারণে লকডাউনের প্রথম দিন থেকেই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২ বছর হতে চলল শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ দেখেনি ছাত্র-ছাত্রীরা।
নতুন ভাবনায় অনলাইন ক্লাসের দৌলতে অনেক কিছুই উদীয়মান। শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষাগ্রহণ এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যম হল জুম এবং গুগল মিট। কলেজ ক্যাম্পাস থেকে স্কুল আদৌ এই পরিস্থিতিতে খোলা উচিত কিনা সেই নিয়েও মতান্তরের কোনো শেষ নেই। অতিমারীর প্রভাবে শিক্ষাব্যবস্থা নিয়ে আতঙ্কিত শিক্ষক থেকে ছাত্রসমাজের সকলেই। ড্রপআউট বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
করোনার তৃতীয় ঢেউয়ে শিক্ষক-শিক্ষিকারা করোনায় আক্রান্ত হচ্ছেন। শরীর অসুস্থ থাকার কারণে অনলাইন ক্লাসের পাশাপাশি সেমেস্টার পরীক্ষা নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে।
- Related topics -
- লাইফস্টাইল
- করোনা পরিস্থিতি
- করোনা তৃতীয় ঢেউ