ED | সাউথ পয়েন্টে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত অভিযান, দুর্নীতির পরিমাণ ১০০ কোটি ছাপিয়ে যেতে পারে বলে অনুমান
Wednesday, September 4 2024, 4:51 am
Key Highlightsচলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সাউথ পয়েন্টে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
সাউথ পয়েন্টের মতো নামী বেসরকারি স্কুলে দুর্নীতির অভিযোগ! ইতিমধ্যে তদন্তে নেমেছে ইডি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সাউথ পয়েন্টে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের নাম করেও প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। মুকুন্দপুরে সাউথ পয়েন্টের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ক্ষেত্রেও আর্থিক নয়ছয় হচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে দুর্নীতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাপিয়ে যেতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

