ED | মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতের নির্দেশ আদালতের, রিপোর্ট ইডির

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বছর দুই আগে।
বছর দুই আগে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরে জামিনে মুক্ত হন তিনি। গত আগস্ট মাসে জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেয় ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিন আগেই ইডির মামলায় জামিনের জন্য বিশেষ আদালতে আবেদন জানান জীবনকৃষ্ণ। বৃহস্পতিবার বিচারভবনের ইডির বিশেষ আদালতে বিধায়কের জামিন মামলার শুনানি ছিল। জামিনের তীব্র বিরোধিতা করে ইডি। এরপরই জীবনকৃষ্ণ সাহার জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের।
