শহর কলকাতা

ED | চিটফান্ড মামলার কিনারা করতে কলকাতার ভিন্ন ভিন্ন জায়গায় ইডির তল্লাশি! তদন্তে নেমেছে ইডির চারটি দল

ED | চিটফান্ড মামলার কিনারা করতে কলকাতার ভিন্ন ভিন্ন জায়গায় ইডির তল্লাশি! তদন্তে নেমেছে ইডির চারটি দল
Key Highlights

আজ সকাল থেকে চিটফান্ড মামলার কিনারা করতে কলকাতা শহর জুড়ে তদন্ত করতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

আজ সকাল থেকে চিটফান্ড মামলার কিনারা করতে কলকাতা শহর জুড়ে তদন্ত করতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, ইডির চারটি দল মূলত দক্ষিণ কলকাতা ও সেই সংলগ্ন শহরতলিতে ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, এদিন প্রয়াগ নামে এক ভুয়ো অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে সকালে তল্লাশি চালায় ইডি। এছাড়া জোকার অফিসেও চলে অভিযান। দুই ঠিকানায় বিভিন্ন নথিপত্র ঘেঁটে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পেতে চাইছে ইডি।