ED | হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ সহ মঙ্গলবার সাতসকালে শহর কলকাতার ভিন্ন ভিন্ন জায়গায় ইডির অভিযান
Tuesday, December 17 2024, 6:07 am
Key Highlights
জানা গিয়েছে, দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকালেই চলল ইডির অভিযান।
মঙ্গলবার সাতসকালে শহর কলকাতায় ইডির হানা! জানা গিয়েছে, দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকালেই চলল ইডির অভিযান। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালাল মঙ্গলবার সকালেই।এছাড়াও হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোরাবাজার সহ আরও বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকাল থেকেই চলল ইডির অভিযান।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- প্রতারণা
- আর্থিক প্রতারণা