ক্রাইম

পণ্ডিতিয়ার ফ্ল্যাটে রয়েছে অর্পিতা-যোগ, মিলবে কুবেরের ধন? দরজা ভেঙে ইডি-র প্রবেশ

পণ্ডিতিয়ার ফ্ল্যাটে রয়েছে অর্পিতা-যোগ, মিলবে কুবেরের ধন? দরজা ভেঙে ইডি-র প্রবেশ
Key Highlights

মঙ্গলবার পণ্ডিতিয়ার আবাসনের একটি ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। যার সঙ্গে যোগ ছিল অর্পিতার। দরজা খোলা যায়নি। বৃহস্পতিবার দরজা ভেঙে ঢুকল ইডি।

পণ্ডিতিয়া রোডের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে মঙ্গলবার সকালে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই ফ্ল্যাটের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের যোগসূত্র মিলেছিল বলে ইডি দাবি করে। ওই দিন ফ্ল্যাটের দরজা খুলতে না পেরে তা ‘সিল’ করে এসেছিলেন ইডি আধিকারিকেরা।

বৃহস্পতিবার ফোর্ট ওয়েসিসের ফ্ল্যাটের সেই দরজা ভেঙেই ভিতরে ঢুকলেন তাঁরা। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ। ইডি ফ্ল্যাটে ঢোকার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, টালিগঞ্জ, বেলঘরিয়ার মতো অর্পিতার ‘যোগ’ থাকা এই ফ্ল্যাটেও কি মিলবে নগদ টাকা!

নকল চাবি তৈরি করেন এমন এক ব্যক্তিকে বৃহস্পতিবার পণ্ডিতিয়ার আবাসনে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। তাঁর নাম রজ্জাক সিপাই। তিনি বলেন, ‘‘ফ্ল্যাটে দু’টি দরজা ছিল। প্রথমটি স্টিলের এবং দ্বিতীয়টি কাঠের। স্টিলের দরজাটি ‘মেড ইন চায়না’। চাবি বানিয়ে খুলতে হয়েছে সেই দরজা। পরে ভাঙতে হয়েছে।’’

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ওই ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু দরজা ভাঙেননি তাঁরা। কারণ বেলঘরিয়া এবং টালিগঞ্জের মতো ওই ফ্ল্যাটটি অর্পিতার নামে নয়। ফ্ল্যাটের মালিক স্মিতা ঝুনঝুনওয়ালা নামের এক মহিলা। তাঁর সঙ্গে চেষ্টা করেও শেষ পর্যন্ত যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছিলেন ইডি আধিকারিকেরা। পরে স্থানীয় রবীন্দ্র সরোবর থানার পুলিশকে বিষয়টি জানিয়ে ফিরে যান তাঁরা।


Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Weather Update | কাটছে ঘূর্ণাবর্ত, স্বস্তিতে মহানগর, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
স্কুলে আসছে না পড়ুয়া! স্কুল বাঁচাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতে বলল আদালত