Kolkata Metro | ফেব্রুয়ারি মাসে আটদিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা! কবে কবে চলবে না মেট্রো?
ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশনের মধ্যে টানেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি।
ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশনের মধ্যে টানেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি। সে কারণে বেশ কিছুদিন কলকাতা মেট্রোর ইস্টওয়েস্ট রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। সূত্রে খবর, এই সময়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত CBTC সিস্টেম পরীক্ষা করে দেখা হবে।