Kolkata Metro | ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো, টানা আড়াই দিন ভুগতে হবে নিত্যযাত্রীদের

টানা আড়াই দিন বন্ধ থাকতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো! যার জেরে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা।
ফের বন্ধ থাকবে কলকাতা মেট্রো। সূত্রের খবর, শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়তে পুরোপুরি তৈরি বউবাজার। এই রুট কতটা নিরাপদ তা খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে চলবে এই কাজ। এর জেরে শুক্রবার ৭ই মার্চ সন্ধে ৭টা থেকে সোমবার ১০ই মার্চ সকাল ৭টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকতে পারে এসপ্ল্যানেড হাওড়া ময়দান এবং শিয়ালদহ সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল। তবে এব্যাপারে কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি হয়নি।