East Bengal | AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল! ৩:২ গোলে জিতলো লাল হলু দল
Friday, November 1 2024, 1:13 pm

ভুটানের থিম্পুতে নেজমেহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো ইস্টবেঙ্গল।
পর পর হারের পর অবশেষে জয়ের স্বাদ পেলো লাল হলুদ দল! ভুটানের থিম্পুতে নেজমেহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন দিয়ামান্তোকোস। ৩:২ গোলে জিতল ইস্টবেঙ্গল। এদিন শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে প্রথম গোল, ৪২ মিনিটে দ্বিতীয় গোল করে দল। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলে এগিয়ে দেন দিয়ামান্তোকোস। যদিও ইস্টবেঙ্গলের গোলমুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সময় নষ্ট করতে গিয়ে হলুদ কার্ড দেখেন গোলকিপার প্রভসুখন গিল। যদিও রক্ষা পান তিনি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- এএফসি কাপ