Mohun Bagan vs East Bengal | ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি! মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

মোহনবাগান–ইস্টবেঙ্গলের মধ্যে একটা টিম ছিটকে যাবে ডুরান্ড কাপের শেষ চারের ম্যাচের আগেই।
অবশেষে ডার্বি জট কাটলো। ১৭ অগস্ট, রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি। মুখোমুখি হবেন মোহনবাগান ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ফুটবলাররা। যদিও সেমিফাইনাল বা ফাইনালে ডার্বি খেলার ইচ্ছে ছিল দুদলের। ঝুঁকি নিতে চাননি ডুরান্ড সংগঠকরা। ডুরান্ড কাপের কোয়ার্টারে ফাইনাল সূচি= শিলং লাজং এফসি বনাম ইন্ডিয়ান নেভি (১৬ অগস্ট), বোরোল্যান্ড এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (১৬ অগস্ট), মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (১৭ অগস্ট), ডায়মন্ড হারবার বনাম জামশেদপুর এফসি (১৭ অগস্ট)।