ISL 2024 | ৪০০তম কলকাতা ডার্বিতে জয় সবুজ মেরুনের, ২-০ গোলে হার ইস্টবেঙ্গলের
Saturday, October 19 2024, 5:47 pm
Key Highlights
৪০০তম কলকাতা ডার্বিতে মোহনবাগান ২-০গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় নিশ্চিত করল।
মোহনবাগানের কাছে ২:০ গোলে হার ইস্টবেঙ্গলের। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪ এর মরসুমের প্রথম ডার্বিতে জয় পেল সবুজ মেরুন দল। ম্যাচের ১৭ মিনিটে অবিশ্বাস্য সেভ প্রভসুখন গিলের। গত দুই ম্যাচে দেবজিৎ মজুমদারকে খেলানো হয়েছিল গোলে। বড ম্যাচে প্রভসুখনে ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবে গোল সেভের পরই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। অফসাইডে মোহনবাগানের গোল বাতিল হয়। ৪১ মিনিটে ১:০ এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে ২:০ করেন দিমি পেত্রাতোস। ৪০০তম কলকাতা ডার্বি, মাইলফলকের ম্যাচে জিতল মোহনবাগান।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- আইএসএল
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল
- কলকাতা ডার্বি