East Bengal | কলকাতা লিগে ঘরের মাঠে ইউনাইটেড কলকাতাকে ৩-০তে ওড়ালো ইস্টবেঙ্গল
Thursday, September 11 2025, 5:46 pm
Key Highlightsকলকাতা লিগে প্রথমবার ঘরের মাঠে ইউনাইটেড কলকাতাকে ৩:০ গোলে পরাস্ত করলেন ইস্টবেঙ্গল।
কলকাতা লিগে ফের বাজিমাত। প্রথমবার ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই বাজিমাত করলো বিনো জর্জের ছেলেরা। এদিন চোটের কারণে খেলতে পারেননি সৌভিক চক্রবর্তী। কার্ড সমস্যায় ছিলেন না দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিনকার ম্যাচে লাল হলুদের হয়ে গোল করলেন নসিব রহমান, পিভি বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩:০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে ইয়ান ল এর দলকে ওড়ালো লাল হলুদ।

