East Bengal | এক নয়, দুই নয়, একসাথে 'তিন'জন বিদেশীকে দলে নিলো ইস্টবেঙ্গল, কারা তাঁরা?

Friday, July 18 2025, 4:34 pm
highlightKey Highlights

এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।


বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ার পোস্টে একসঙ্গে তিনজন বিদেশিকে সই করার বার্তা দিয়েছিল ইস্টবেঙ্গল কতৃপক্ষ। জানানো হয়েছিল তাঁদের জার্সির নম্বরও। অবশেষে এক বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী মিগুয়েল ফিগুয়েরা, প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ ও আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে। এই মরশুমে মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য ৬ নম্বর জার্সি বরাদ্দ হয়েছে। গত মরশুমের ক্ষত ৩ বিদেশী সারাতে পারবেন কিনা সেটাই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File