East Bengal-Mohun Bagan Derby । ডুরান্ডের আগে স্বদেশি ব্রিগেড নিয়ে সল্টলেক স্টেডিয়ামেই খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান!
Tuesday, July 9 2024, 10:41 am
Key Highlights১৩ জুলাই, সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামেই আয়োজিত হবে কলকাতা লিগের ডার্বি ম্যাচ।
১৩ জুলাই, সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামেই আয়োজিত হবে কলকাতা লিগের ডার্বি ম্যাচ। ডুরান্ডের আগেই স্বদেশি ব্রিগেড নিয়ে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আইএফএ ঘোষণা করে, শনিবার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ৩.১৫টেয়। টিকিটের নূন্যতম মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। রয়েছে ১৫০ টাকার টিকিটও। এছাড়াও ৫০০ এবং ১২০০ টাকার ভিআইপি টিকিটেরও ব্যবস্থা রাখা হয়েছে।ক্রীড়ামন্ত্রী সবুজ সংকেত পেলেই টিকিট ছাড়া শুরু করবে আইএফএ। অনলাইন এবং অফলাইন, দুই পদ্ধতিতেই টিকিট কাটতে পারবেন ফুটবলভক্তরা।

