ইন্দোনেশিয়া কেঁপে উঠল ভয়াবহ ভূকম্পে, মৃত ৭ আহত ৭০০

Friday, January 15 2021, 7:44 am
ইন্দোনেশিয়া কেঁপে উঠল ভয়াবহ ভূকম্পে, মৃত ৭ আহত ৭০০
highlightKey Highlights

ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে সুলায়েসি দ্বীপে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.২। কম্পনের উৎসস্থল ম্যাজিন শহরের উত্তর-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এই কম্পনের ২৪ ঘণ্টা আগেও ওই দ্বীপে ৫.৯ মাত্রায় কম্পন অনুভূত হয়েছিল। ফলে মনে করা হচ্ছে, এটা ভূকম্প পরবর্তী কম্পন বা ‘আফটার শক’। প্রশাসনিক সূত্রে খবর, এর অভিঘাতে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৭ জন। আহতের সংখ্যা অনেক। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, বহু বাড়ি ভেঙে পড়েছে। মাজুমু শহরে একটি হাসপতাল ভেঙে পড়ার খবর মিলেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে বহু রোগী এবং কর্মী চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট