Japan Earthquake | ফের ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৭, জারি সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
গত সোমবার রাতে জাপানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। চারদিনের মাথায় ফের জাপানে আঘাত হানলো উচ্চ মাত্রার ভূমিকম্প। দেশটির আবহাওয়া দফতর (জেএমএ) জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার (১২.৪ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। সেদেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা ১ মিটার (৩৯ ইঞ্চি) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- জাপান
- মৃত্যু
