NISAR | প্রাকৃতিক দুর্যোগ নিয়ে খবর মিলবে আগেই, ইসরো ও নাসার যৌথ উদ্যোগে আজ উৎক্ষেপণ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ NISAR-র!
Wednesday, July 30 2025, 4:06 am

আজ ৩০ জুলাই ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হতে চলেছে ইসরো ও নাসার যৌথ উদ্যোগে নির্মিত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ NISAR।
আজ, ৩০ জুলাই ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হতে চলেছে ইসরো ও নাসার যৌথ উদ্যোগে নির্মিত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ NISAR। তার আগে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন,‘NISAR উপগ্রহ হল বিশ্বের সঙ্গে ভারতের বৈজ্ঞানিক মেলবন্ধন।' NISAR বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা দ্বৈত ফ্রিকোয়েন্সির রেডার ব্যবহার করে পৃথিবীর পরিবেশ, বনভূমি, হিমবাহ, ভূকম্পন ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে। অর্থাৎ ভূমিকম্প, সুনামি, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগগুলি মূল্যায়ন করবে NISAR।