জীবাণুর আঁতুড় ঘর হল হেডফোন! কিন্তু কেন? কি করবেন আপনি? চলুন জেনে নেওয়া যাক

Wednesday, March 31 2021, 8:46 am
highlightKey Highlights

আমাদের জীবনে হেডফোন বা ইয়ারফোন হল একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নানারকম হেডফোন ও ইয়ারফোন নিয়ে আমেরিকার হুইটার হাসপাতালের একদল চিকিৎসক গবেষণা করেছিলেন। সেখানে জানা গিয়েছিল যে রান্নাঘরের বেসিন বা বাথরুমের তুলনায় প্রায় ৬ গুন্ বেশি জীবাণু থাকে আমাদের ব্যবহৃত হেডফোন বা ইয়ারফোনে। তেল, সাবান, শ্যাম্পু, সুগন্ধী থেকে শুরু করে খাবারের গুঁড়ো লেগে থাকে এই যন্ত্রে; যা পচে গিয়ে জীবাণুর সৃষ্টি করে। এগুলির রবারের অংশটিকে নিয়মিত খুলে সাবানজলে ধুয়ে বা স্যানিটাইজার ব্যবহার করলে পরিষ্কার হয় এবং তা সম্পূর্ণ শুকিয়ে গেলে ব্যবহার করা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File