DVC Water Release | রবিতেও জল ছাড়ছে মাইথন-পাঞ্চেত, দক্ষিণবঙ্গও কি জলে ভাসবে এ বার?
Sunday, October 5 2025, 5:45 am
Key Highlightsডিভিসি জল ছাড়ায় দুর্গাপুর ব্যারাজে বাড়ছে চাপ। রবিবার সকালেও মাইথন ও পাঞ্চেত থেকে নতুন করে জল ছাড়া হয়েছে।
শনিবার রাতেও শহরতলিতে প্রবল বৃষ্টি, ঘনঘন বজ্রপাত আর দমকা হাওয়া জানান দিয়েছে নিম্নচাপ বাংলা থেকে বিহারে সরে গেলেও দুর্যোগের সম্ভাবনা কমছে না। রবিবারও মাইথন ও পাঞ্চেত থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৩৩ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৩৬ হাজার কিউসেক মিলিয়ে এ দিন মোট ৬৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এদিকে ডিভিসি জল ছাড়ায় দুর্গাপুর ব্যারাজে চাপ বাড়ছে। রবিবার সকাল ৭টা নাগাদ দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। ৭১ হাজার ৭২৫ কিউসেক জল ছাড়া হচ্ছে এ দিন।

