DVC | মহালয়ার আগে ৪৯ হাজার ৪৫১ কিউসেক জল ছাড়লো DVC, বন্যার আশঙ্কা বাংলায়, ক্ষুদ্ধ সেচমন্ত্রী

Saturday, September 20 2025, 2:35 am
highlightKey Highlights

দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটির (ডিভিআরআরসি) নির্দেশে শুক্রবার যে পরিমাণ জল ডিভিসি ছেড়েছে তাতে ফের দেখা গিয়েছে সেই আশঙ্কা।


শুক্রবার দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটির (DVRRC) নির্দেশে বাঁধ থেকে জল ছেড়েছে ডিভিসি। DVRRCর সদস্য সচিব সঞ্জীব কুমার বলেন, 'এ দিন মাইথন থেকে ২৪ হাজার এবং পাঞ্চেত থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন বাঁধের ৪৮১.৬৩ ফুটে এবং পাঞ্চেতের ৪১০.০১ ফুট উচ্চতায় জল রয়েছে এবং দুই ক্ষেত্রেই জল বইছে বিপজ্জনক এলাকার মধ্যে দিয়ে।' সঞ্জীববাবু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও সরকারের প্রতিনিধিদের জানিয়েই জল ছাড়া হয়েছে। সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, 'পুজোর মুখে এ ভাবে জল ছেড়ে বাংলাকে বিপর্যস্ত করতে চাইছে ডিভিসি।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File