রাজ্য

DVC | নিম্নচাপের জেরে ভারী বর্ষণ, ফের জল ছাড়লো ডিভিসি! হাওড়া ও হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

DVC | নিম্নচাপের জেরে ভারী বর্ষণ, ফের জল ছাড়লো ডিভিসি! হাওড়া ও হুগলিতে  বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
Key Highlights

বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে।

ফের জল ছাড়লো ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যাপরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জানা গিয়েছে,মাইথন জলাধার থেকে ১০ হাজার কিউসেক, পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক ও দুর্গাপুর জলাধার থেকে ৩২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে হাওড়া ও হুগলির কিছু অংশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে।