Delhi Pollution | আলোর উৎসবে দিল্লির বাতাসের গুণমান পৌঁছে গেল ‘অতিরিক্ত খারাপ’ ক্যাটিগরিতে
Friday, November 1 2024, 5:19 am
Key Highlightsসেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, শুক্রবার সকালে বাতাসের গুণমান পৌঁছেছে ৩৫০ এ।
দিল্লির বায়ুদূষণ বেশ কিছু বছর ধরে চিন্তার কারণ। আলোর উৎসবে সেই দূষণ আরও বেড়েছে। দীপাবলির পরদিন ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল দিল্লির আকাশ। রাজধানীর বাতাসের গুণমান পৌঁছে গেল ‘অতিরিক্ত খারাপ’ ক্যাটিগরিতে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, শুক্রবার সকালে বাতাসের গুণমান পৌঁছেছে ৩৫০ এ। এ দিন সকাল ৭টা নাগাদ আনন্দ বিহারের বাতাসের গুণমান ৩৯৫, আয়া নগরে ৩৫২, জাহাঙ্গিরপুরীতে ৩৯০ এবং দ্বারকাতে ৩৭৬। প্রত্যেক এলাকার বাতাসের গুণমান ‘অতিরিক্ত খারাপ’ ক্যাটিগরিতে পড়ছে।
- Related topics -
- নয়াদিল্লি
- বায়ুদূষণ
- পুজো ও উৎসব
- উৎসব ২০২৪
- দীপাবলি
- দীপাবলি ২০২৪

