হাল্কা সাজ পরনে জমকালো দক্ষিণী শাড়ি, মিষ্টি হাসিতেই এবার পুজোয় ‘বাজি’ মাত অভিনেত্রী মিমি চক্রবর্তীর
Thursday, October 14 2021, 3:05 pm
Key Highlightsঅভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধে পুজোর শুরুতেই ‘বাজি’মাত অভিনেত্রী মিমি চক্রবর্তীর। পঞ্চমীতে মুক্তি পাওয়া নতুন ছবি ‘বাজি’ নিয়েই পুজোর আগে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে ষষ্ঠী থেকেই আবাসনের পুজোয়, মা দুর্গার আরাধনায় মেতে উঠলেন অভিনেত্রী। পুজোর আগেই অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’-এর কাজ শেষ করেছে মিমি। জানা যাচ্ছে পুজোর পর মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির কাজ শুরু করেছেন তিনি। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে মিমি এবং অঙ্কুশ হাজরাকে।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- মিমি চক্রবর্তী
- দুর্গাপুজো
- বাজি

