নামবদল লেনিন সরণির! শিল্পনগরীর রাস্তার নতুন নামকরণ করা হচ্ছে প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে

Thursday, December 21 2023, 2:56 pm
highlightKey Highlights

প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেনিন সরণির নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই ক্ষোভ ছড়াল বামশিবিরে


লেনিনের নামে এতদিন উৎসর্গ করা হয়েছিল রাস্তা। বর্তমানে সেই লেনিন সরণিই নাম বদলে লতা মঙ্গেশকর সরণি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে সহমত হয়নি বামদল। রাস্তার নামবদলের জেরে আন্দোলনের হুঙ্কার জানিয়েছে সিপিএম। যদিও বামেদের সেই হুঁশিয়ারিকে কোন পাত্তা দিচ্ছে না তৃণমূল।

রাস্তার নামবদলে ক্ষোভ প্রকাশ সিপিএমের, বামেদের হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল

রুশ বিপ্লবের নায়ক লেনিনের নামে এতদিন নাম রাখা হয়েছিল দুর্গাপুরের একটি রাস্তার। দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি এবং বিধান রায় সরণির সঙ্গে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ সেই রাস্তাটির নাম এ বার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। জানা গিয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এবার তাঁর নামেই ওই সরনীর নতুন নামকরণ করা হবে।

Trending Updates

তবে তৃণমূলের এই সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট নন বামফ্রন্ট সরকার।নামবদলের এই প্রবণতা নিয়ে দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ সরকার বললেন, ‘‘বামফ্রন্ট সরকার দুর্গাপুরে লেনিনের রাস্তার নামকরণ করেনি। প্রফুল্লচন্দ্র ঘোষ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সম্ভবত ওই রাস্তার নামকরণ হয়েছিল। বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে রাস্তাটি সাজানো হয়েছে। রাস্তাটি চওড়াও করা হয়েছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই রাস্তা ভেঙেচুরে গিয়েছে। আগে ওরা রাস্তা বানাক। তার পর নামকরণ করা নিয়ে চিন্তা করুক। ওই রাস্তার নয়া নামকরণ আমরা হতে দেব না। রাস্তায় নেমে আন্দোলন করব।’’

তবে বামেদের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করে দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, ‘‘বহু বার, বহু ভাবে দাবি উঠেছে রাস্তার নাম পরিবর্তনের জন্য। সেই মতো আমরা বিভিন্ন বড় বড় শিল্পীর নামে রাস্তার নামকরণ করছি। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামেই আমরা দুর্গাপুরের লেনিন সরণির নামকরণ করতে চলেছি।’’

প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই রাস্তাটির সংস্কারের জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ প্রায় ২৮ কোটি টাকা খরচ হতে পারে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File