Strait of Hormuz | ইরান-ইজরায়েল সংঘাতের জের, বন্ধ হলো হরমুজ প্রণালী, বিশ্ববাণিজ্যে প্রভাব পড়বে কি?

Sunday, June 22 2025, 3:14 pm
Strait of Hormuz | ইরান-ইজরায়েল সংঘাতের জের, বন্ধ হলো হরমুজ প্রণালী, বিশ্ববাণিজ্যে প্রভাব পড়বে কি?
highlightKey Highlights

বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের পাশাপাশি প্রভাব পড়বে ভারতেও।


ইরান ইজরায়েল সংঘাত ক্রমশ চরমে উঠেছে। রবিবার ভোররাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেনা। পাল্টা ইজরায়েল ভূমিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবার বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ইরানের পার্লামেন্টে ইতিমধ্যেই এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। এই প্রণালী বন্ধের জেরে বিশ্বের পাশাপাশি ধাক্কা খেতে চলেছে ভারতের অর্থনীতি। ভারতে আমদানি হওয়া ৮৫% মধ্যে ৫০% তেল হরমুজ প্রণালী বাণিজ্য পথ দিয়ে আসে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই পথে আমদানি হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File