Weather | বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ! আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে!
বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির ফলে প্রভাব পড়ছে গোটা দেশে। বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে জারি সতর্কতা। তেলেঙ্গানা হায়দরাবাদ-সহ একাধিক রাজ্যে বন্ধ স্কুল কলেজ ।
বেশ কয়েকদিন পর বাড়তে চলেছে বৃষ্টি! পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরী হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। খুব শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে চলেছে এই ঘূর্ণাবর্ত। যার জেরে ইতিমধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায়। কলকাতাতেও (Kolkata) এদিন সকাল থেকেই বিক্ষিপ্তভাবে পড়ছে বৃষ্টি। কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ। দিনভর এরকমই আবহওয়া থাকবে শহরে।
ঘূর্ণাবর্তের অবস্থান । The Position of The Vortex :
হাওয়া অফিসের খবর অনুযায়ী, বর্তমানে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে আগামী ২-৩ দিনের মধ্যে একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। খুব শীঘ্রই এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওড়িশা (Odisha) এবং অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের একাধিক অংশেই বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়াও পাকিস্তান (Pakistan) ও তার সংলগ্ন এলাকাতেও তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation)।
কলকাতার আবহাওয়া । Weather in Kolkata :
বর্ষা এলেও সেরকম বৃষ্টি হয়নি কলকাতায়। যার ফলে বেড়েছিল তাপমাত্রাও। তবে এবার শহরে বৃষ্টি বাড়তে চলেছে বলেই জানান আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ ২৬শে জুলাই সারাদিনই মেঘলা থাকবে আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতায়। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৬.৮ মিলিমিটার।তবে বৃষ্টি বাড়লেও এখনই কমবে না তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :
বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের কারণে দেশের একাধিক অংশ ছাড়াও এ রাজ্যের দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। এদিন ছাড়াও আগামী বেশ কয়েকদিন বজ্রবিদ্দ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), ঝাড়গ্রাম (Jhargram) এবং পশ্চিম মেদিনীপুরে (West Medinipur)। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Burdwan), বীরভূমে (Birbhum) । ২৯ জুলাই শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :
দক্ষিণবঙ্গের মতো বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গেও। এমনকি আজ অর্থাৎ বুধবার উত্তরের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারের (Cooch Behar) কিছু জায়গায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং (Darjeeling), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদহ (Malda) জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে দেশের একাধিক অংশ। দিল্লি (Delhi) থেকে কর্নাটক (Karnataka), তেলঙ্গানা (Telangana), পঞ্জাব (Punjab) থেকে মহারাষ্ট্র (Maharashtra), গুজরাটে (Gujarat) নাজেহাল অবস্থা সাদেহারোন মানুষের। এহেন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে আগামী দু’দিনের জন্য সমস্ত স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে হায়দরাবাদ প্রশাসন। প্রচন্ড বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জন্য বন্ধ তেলঙ্গানার স্কুল। নয়ডা এবং বৃহত্তর নয়ডা এলাকাতেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বুধবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশে। কমলা সতর্কতা রয়েছে কর্নাটকে।