আবহাওয়া

West Bengal Weather | স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে কলকাতার তাপমাত্রা! ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বেশ কয়েক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও!

West Bengal Weather | স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে কলকাতার তাপমাত্রা! ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বেশ কয়েক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও!
Key Highlights

আবহাওয়া দফতরের সূত্রে খবর, ওডিশা এবং অসমের উপর অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এদিকে রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে। এই জোড়া কারণে উত্তর-পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে রাজ্যে।

বসন্তের আবহের মাঝে ফের কিছুটা ঠান্ডা তিলোত্তমায়! ফের বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, ওডিশা এবং অসমের উপর অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যার ফলে একাধিক জেলায় বৃষ্টি হয় গতকাল। এমনকি বৃহস্পতিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। এদিকে। শুক্রবার সকালে বঙ্গে মনোরম আবহাওয়া থাকলেও বেলা এগোনোর সঙ্গে সঙ্গে রোদের তেজ ওঠানামা করছে। এই আবহে জেনে নিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)?

কলকাতার আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আজ-শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছারাছি, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। অন্যদিকে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজকে কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কলকাতার আকাশ মেঘহীন থাকবে তিলোত্তমায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য,এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ৪০ শতাংশ। আলিপুরে যৎসামান্য বৃষ্টি হয়েছিল গতকাল। 

তবে রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। সকালের দিকে মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। দিনভর মেঘলা থাকবে আকাশ। আগামী দু'দিন তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বদল নেই কলকাতায়। এদিকে সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ৯ এবং ১০ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ এবং ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর আগামী ১১ এবং ১২ মার্চ যথাক্রমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ এবং ২৩ ডিগ্রি থাকতে পারে। আর ১৩ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে এই ক'দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ১২ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

 শুক্রবার সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এদিকে আজকের পর আগামী ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনও হেরফের ঘটবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আলিপুর হাওয়া দফতরের পূর্বাভাস। বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গ বৃষ্টিতে না ভিজলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুই জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া :

শুক্র এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে ওই দুই জেলায়। তা ছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী ৫ দিন উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন ঘটবে না বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং এবং দার্জিলিঙে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া আজ মূলত শুষ্কই থাকতে পারে। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে না। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। ওডিশা এবং অসমের উপর অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এদিকে রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে। এই জোড়া কারণে উত্তর-পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে রাজ্যে। উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইতে পারে। শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আজ থেকে ফের পারদ চড়বে বাংলায়। রবিবার থেকে বিশেষ করে বাড়বে তাপমাত্রা।


Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo