GST | এবার কমদামে পাবেন হরলিক্স, লাক্স সাবান, টুথপেস্ট, কফি সহ ২২টি পণ্য! জারি নতুন GST রেট

দাম কমছে হরলিক্স, লাক্স সাবান, টুথপেস্ট, ব্রু কফি-সহ ২২টি নিত্যপ্রয়োজনীয় এবং জনপ্রিয় পণ্যের।
জারি হয়েছে নতুন GST রেট। তারপরই শনিবার নতুন দামের তালিকা প্রকাশ করেছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, ২২শে সেপ্টেম্বর থেকে ৩৪০ মিলিলিটারের ডাভ শ্যাম্পুর দাম ৪৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪৩৫ টাকায়। ক্লিনিক প্লাস শ্যাম্পুরও দাম ৩৯৩ টাকা থেকে কমে হয়েছে ৩৪০ টাকা। ৭৫ গ্রামের লাইফবয় সাবানের দাম কমে হয়েছে ৬০ টাকা। ১৫০ গ্রামের ক্লোজআপ টুথপেস্ট ১৪৫ টাকা থেকে কমে ১২৯ টাকা হচ্ছে। দাম কমে ৯৩ টাকায় বিক্রি হবে কিসান সস। কিসান জ্যাম বিক্রি হবে ৮০ টাকায়।
- Related topics -
- অর্থনৈতিক
- জিএসটি
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী