ওড়িশা

Cyclone Dana Impact | সাইক্লোন 'দানা'র জেরে দুর্যোগের জেরে ওই রাজ্যের ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে

Cyclone Dana Impact | সাইক্লোন 'দানা'র জেরে দুর্যোগের জেরে ওই রাজ্যের ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে
Key Highlights

ওড়িশায় ‘ডানা’ ঝড়ে বন্যা, ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্ধার অব্যাহত।

সাইক্লোন 'দানা'র জেরে ওড়িশাতে মৃত্যুর খবর না মিললেও। দুর্যোগের জেরে ওই রাজ্যের ১৪টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের প্রায় ৩৫ লাখ ৯৫ হাজার মানুষ। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুরেশ পূজারি রবিবার জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে ৬ হাজার ২১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। সেগুলিতে আশ্রয় নেন ৮ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়া জেলা।