DRDO | ড্রোন থেকে মিসাইল ছুঁড়ে হবে লক্ষ্যভেদ! ULPGM-V3 মিসাইলের পরীক্ষায় সাফল্য পেলো DRDO!

Friday, July 25 2025, 4:04 pm
highlightKey Highlights

শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জাতীয় মুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে ULPGM-V3 মিসাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও।


শক্তিশালী মিসাইল পরীক্ষায় সাফল্য পেল ডিআরডিও। শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জাতীয় মুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে ULPGM-V3 মিসাইলের সফল পরীক্ষা করলো ডিআরডিও। সেনার তরফে জানা যাচ্ছে, ULPGM-V3 নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই গাইডেড মিসাইল। এটি ড্রোন থেকে নিক্ষেপ করা যায়। ফলে যুদ্ধে বড়সড় কোনও ক্ষতির সম্ভাবনা নেই। এছাড়াও এতে রয়েছে লক্ষ্যভেদে সক্ষম অত্যাধুনিক ইমেজিং ইনফ্রারেড, প্রপালসন সিস্টেম হল ডুয়াল থ্রাস্ট। যাতে এর গতি ও পাল্লা দুটোই আগের মডেলের থেকে অনেক বেশি। এর ওজনও কম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File