DRDO | পোখরানে সফল হলো ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা! একজন মানুষ কাঁধে বহন করে নিয়ে চালাতে পারেন এই অস্ত্র
Tuesday, August 13 2024, 1:30 pm
Key Highlights
রাজস্থানের পোখরানে সফল পরীক্ষা হল ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের।
ফের ডিআরডিও-র সাফল্য। রাজস্থানের পোখরানে সফল পরীক্ষা হল ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল অত্যন্ত হালকা ওজনের হওয়ায় সহজে বহনযোগ্য। এমনকি এটি একজন মানুষ কাঁধে বহন করে নিয়ে চালাতে পারেন। অত্যাধুনিক এই অস্ত্র সেনায় অন্তর্ভুক্ত হলে সেনাবাহিনীর শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে আশা। রাত ও দিন যে কোনও সময় ব্যবহার করা যাবে এটি। পাশাপাশি জানা গিয়েছে, নয়া এই মিসাইল ২.৫ কিলোমিটার দুরত্ব পর্যন্ত নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ডিআরডিও