Missile Launch । ওড়িশায় নতুন ক্ষেপণাস্ত্র ছুড়লো DRDO । আকাশ প্রতিরক্ষায় নতুন দিশা দেখাবে এই মিসাইল, মত বিশেষজ্ঞদের

Thursday, November 14 2024, 3:43 am
highlightKey Highlights

ওড়িশার চাঁদিপুরে মোবাইল আর্টিকুলেটেড লঞ্চারের মাধ্যমে একটি 'লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক মিসাইল' ছুড়লো ডিআরডিও। আকাশ প্রতিরক্ষায় নতুন দিশা দেখাবে এই মিসাইল।


ওড়িশার চাঁদিপুরের ITR থেকে মোবাইল আর্টিকুলেটেড লঞ্চারের মাধ্যমে একটি 'লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক মিসাইল' ছুড়লো ডিআরডিও। বিভিন্ন সেন্সরের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির পারফরমেন্সের ওপর নজরদারি চালানোর পর বিশেষজ্ঞরা জানান, পরীক্ষায় পাশ করেছে ক্ষেপণাস্ত্রটি। আকাশ প্রতিরক্ষায় নতুন দিশা দেখাবে এই মিসাইল। ডিআরডিও এবং বেঙ্গালুরুর অ্যারোনটিকাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট সম্মিলিতভাবে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং যাবতীয় পরীক্ষা করেছে। এদিন পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন ডিআরডিওর পদস্থ আধিকারিক, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনার আধিকারিকরা। ডিআরডিও কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File