DRDO | মিসাইল হামলা রুখতে বিশেষ ওয়েপেন সিস্টেম তৈরী করছে DRDO! বাঁচাবে আকাশ, জল ও মাটি থেকে যে কোনও মিসাইল হামলা থেকে

Saturday, October 5 2024, 10:32 am
highlightKey Highlights

আকাশ, জল ও মাটি থেকে যে কোনও মিসাইল হামলা রুখে দেওয়ার মতো ছাদ বা ওয়েপেন সিস্টেম তৈরি করছে ভারত।


বর্তমানে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ। এঅবস্থায় বিশ্বের প্রত্যেক দেশই নিরাপত্তা নিয়ে ভাবছে। এই বিষয়ে এবার বিশেষ পরিকল্পনা করছে ডিআরডিও। আকাশ, জল ও মাটি থেকে যে কোনও মিসাইল হামলা রুখে দেওয়ার মতো ছাদ বা ওয়েপেন সিস্টেম তৈরি করছে ভারত। দেওয়া হয়েছে অল ইউটিলিটি অল ওয়ে ওয়েপন ডিফেন্স সিস্টেম। এটি শক্রর হামলা ঠেকানো এবং পাল্টা হামলা দু’টোই সমানতালে করবে। এই ডিফেন্স সিস্টেম শুধু মিসাইল নয় ড্রোন, যুদ্ধবিমানের পাশাপাশি ছোট মাপের আক্রমণকেও চিহ্নিত করতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File