Pinaka | সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেট লঞ্চারের সফল পরীক্ষা! ভারতের এই অত্যাধুনিক অস্ত্র কিনতে আগ্রহী একাধিক দেশ
Friday, November 15 2024, 11:45 am
Key Highlights
রাশিয়ার গ্রাড বিএম২১ রকেট লঞ্চারের অনুকরণে তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা।
পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল DRDO। জানা গিয়েছে, রাশিয়ার গ্রাড বিএম২১ রকেট লঞ্চারের অনুকরণে তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই অস্ত্র। পাক সেনার বাঙ্কার গুঁড়িয়ে দিতে ব্যাপক কার্যকর হয়ে ওঠে পিনাক। পরে ধাপে ধাপে বাড়ানো হয় এর ক্ষমতা। ইতিমধ্যেই ভারতের তৈরি অত্যাধুনিক এই অস্ত্র কিনতে আগ্রহী একাধিক দেশ। আর্মেনিয়ার পাশাপাশি ফ্রান্সও অত্যাধুনিক এই অস্ত্র কিনতে আগ্রহী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- ভারতীয় সেনা
- ডিআরডিও
- রকেট